insurancejobsbd@gmail.com শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

পলিসি বিপণনে শীর্ষ ৪৪ কর্মকর্তাকে পুরস্কৃত করলো ন্যাশনাল লাইফ


প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১৮:০৮

পলিসি বিপণনে লক্ষমাত্রা অর্জনকারী প্রধান কার্যালয়ের ৪৪ কর্মকর্তাকে বিশেষ পুরস্কার প্রদান করলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএল‌সি।

রোববার (১০ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মে, জুন, জুলাই ৩ মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী প্রধান কার্যালয়ের এই ৪৪ কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ।

অনুষ্ঠানে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা মো. খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কোম্পানী সচিব মো. আব্দুল ওহাব মিয়ান ও এসইভিপি মো. এনামুল হকসহ উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

এ সময় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ গ্রাহকের টাকা সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছে এবং দাবী পরিশোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। বর্তমানে অনেক কোম্পানী যথাসময়ে গ্রাহকের দাবী পরিশোধে ব্যর্থ হলেও ন্যাশনাল লাইফ নির্ধারিত সময়ে গ্রাহকের হাতে দাবীর টাকা পৌঁছে দিচ্ছে।

কাজিম উদ্দিন আরো বলেন, যত দ্রুত দাবী পরিশোধ করা হবে তত বেশী বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানীর সুনাম বৃদ্ধি হবে। যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহের হার তুলনামূলকভাবে অনেক বেশী। এ অর্জন কোম্পানীর সকল স্তরের কর্মকর্তাদের সমন্বয় এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর