insurancejobsbd@gmail.com রবিবার, ৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

এসবিসি’র সহকারী ম্যানেজার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত


প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫

সাধারণ বীমা করপোরেশনের আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে সোমবার (২ সেপ্টেম্বর) ‘জরুরি বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই করপোরেশন।

আগামী শুক্রবার সাধারণ বীমা করপোরেশনের সহকারী ম্যানেজার (গ্রেড-০৯) পদে সরাসরি নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষা হওয়া কথা ছিল।

পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সাধারণ বীমা করপোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং প্রার্থীদের মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সাধারণ বীমা করপোরেশনের মানবসম্পদ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহীমুল ইসলাম বাবুল।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর