insurancejobsbd@gmail.com মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

জেনিথ ইসলামী লাইফে দায়িত্ব পালনের এক যুগ, বিশেষ সম্মাননা পেলেন সাইফুল ইসলাম


প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

দীর্ঘ এক যুগ (১২ বছর) ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’তে দায়িত্ব পালন করে আসছেন কোম্পানিটির সিনিয়র কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রতিষ্ঠানের উন্নয়নে তার সক্রিয় ভূমিকা ও ধারাবাহিক কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাকে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে কোম্পানির সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন) সাইফুল ইসলামকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ তার হাতে সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মাননা প্রাপ্তির পর সাইফুল ইসলাম বলেন, জেনিথ ইসলামী লাইফ তার কর্মকর্তাদের সম্মান দিতে জানে। এক যুগের এই যাত্রা আমার জীবনের বড় একটি অর্জন। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের মাননীয় চেয়ারম্যানের হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে আমি গর্বিত। এই স্বীকৃতি ভবিষ্যতের কাজে আমাকে আরও অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের সিইও মহোদয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি। এই সম্মাননা আমি উৎসর্গ করছি তাদের, যারা এক যুগের বেশি সময় ধরে আমার সঙ্গে থেকে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিদিন সংগঠনকে এগিয়ে নিচ্ছেন।

জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, আমরা আমাদের দীর্ঘমেয়াদি কর্মকর্তাদের অবদান সবসময় মূল্যায়ন করি। তাদের নিষ্ঠা ও আনুগত্যই কোম্পানির সাফল্যের মূল শক্তি। ভবিষ্যতেও এ ধরনের স্বীকৃতি প্রদানের ধারাবাহিকতা বজায় থাকবে।

সাইফুল ইসলাম ২৫ জুলাই ১৯৮৮ সালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং মা গৃহিণী। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলের জনক।

তিনি ২০১২ সালে সরকারি তিতুমীর কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে এমবিএস সম্পন্ন করেন।

২০০৯ সালের নভেম্বরে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে ইউনিট ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০১৩ সালের আগস্টে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’তে যোগদান করেন। বর্তমানে তিনি সংগঠন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বীমা পেশার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন সাইফুল ইসলাম।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর