insurancejobsbd@gmail.com রবিবার, ৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

সাজ্জাদুল করিম আকিজ তাকাফুল লাইফের ভারপ্রাপ্ত সিইও


প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০২:২৪

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও)’র দায়িত্ব দেয়া হয়েছে কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল করিম এফএলএমআইকে। নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের পূর্ব পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তাকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র অনুমোদনের জন্য আবেদন দাখিল করা হয়েছে।

সাজ্জাদুল করিম যুক্তরাষ্ট্রের লাইফ অফিস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (এলওএমএ) থেকে লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ফেলো (FLMI) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে মাস্টার্স এবং ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৮ সালে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (আলিকো) বাংলাদেশে কর্মজীবন শুরু করেন তিনি।

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে যোগদানের পূর্বে তিনি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব), প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এ যোগদান করেন। পরে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের ‘অন্তর্ভুক্তিমূলক বীমা খাত উন্নয়ন প্রকল্প’র প্রকল্প সমন্বয়ক হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি ইনাফি বাংলাদেশ বাস্তবায়িত এবং অক্সফাম নোভিব অর্থায়িত ‘মাইক্রো ইনিশিয়েটিভ উইথ মিউচুয়াল এনাবলিং (এমআইএমই)’ নামক একটি ক্ষুদ্রবীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন।

সাজ্জাদুল করিম দেশ-বিদেশে বিভিন্ন বীমা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন। এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান অ্যালামনাই এর আজীবন সদস্য এবং ক্লাব নটরডেমিয়ানস, বাংলাদেশের সাধারণ সদস্য।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর